পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৭ ।। West Bengal Current Affairs 2017

স্বাগতম সকলকে। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন । আপনারা জানেন যে, সমস্ত চাকরীমূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের সুবিধার জন্য মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার পক্ষ থেকে “পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৭” (West Bengal Current Affairs 2017) -র গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হলো। সেই সঙ্গে এর PDF -ও শেষে দেওয়া হলো। চলুন তাহলে শুরু করা যাক।

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (জানুয়ারি,২০১৭):

★ পর্যটন বিকাশে নয়া ‘হোম স্টে নীতি’ তৈরি করছে রাজ্য ; জানালেন রাজ্য পর্যটন মন্ত্রী। (January)

★ হলদিয়াতে ‘বাংলা তথ্যপ্রযুক্তি পার্ক’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (January)

★ বাংলার দীর্ঘতম WiFi যুক্ত সড়ক হল বিশ্ব বাংলা সরণী। (January)

★ বর্ধমানে মাটি উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (January)

★ কোলকাতায় দেশের প্রথম বায়োগ্যাস চালিত বাস চালুর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর। (January)

★ ঐতিহ্যশালী কুটিরশিল্প হিসেবে বাংলার শীতলপাটি কে স্বীকৃতি দিল ইউনেস্কো। (January)

★ দেশের প্রথম আর্থিক ও আইনি পরিষেবার হাব তৈরি হচ্ছে কোলকাতার নিউটাউনে। (January)

★ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। (January)

★ উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে চালু হল টাইগার সাফারি। (January)

★ দার্জিলিং এ ৪ টি ট্রেকিং রুট চালুর সিদ্ধান্ত নিল রাজ্য। (January)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (ফেব্রুয়ারি, ২০১৭):

★ বাংলার জন্য নতুন লোগোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। (February)

★ কালিম্পংকে পশ্চিমবঙ্গের ২১তম জেলা হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (February)

★ জলাভূমি সংরক্ষণে ‘দি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭’ আনছে রাজ্য সরকার। (February)

★ রাজ্যে আরও ৩ লক্ষ একর জমি সেচ প্রকল্পে যুক্ত হল। (February)

★ ৩ টি নতুন পুলিশ জেলা — কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, বারুইপুর — গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য। (February)

★ জাতীয় সড়কের ধারে ‘ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার’ বা ‘পর্যটক সুবন্দোবস্ত সেন্টার’ গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য। (February)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (মার্চ, ২০১৭):

★ ইন্ডিয়া স্কিল রিপোর্ট ২০১৭ : ‘১৮-২১ বছরের মধ্যে নিয়োগের যোগ্য প্রার্থী’ বিভাগে প্রথম পশ্চিমবঙ্গ ; ‘নিয়োগের যোগ্য মহিলা’ বিভাগে দেশের সেরা শহর কোলকাতা। (March)

★ হাতির গতিবিধি জানতে বাঁকুড়াতে চালু হল মেসেজ পরিষেবা ; ৯০১৫১৮১৮৮১ নম্বরে একটি মিসড কল করুন, মেসেজের মাধ্যমে হাতির গতিবিধি জানানো হবে। (March)

★ বিলুপ্তপ্রায় সুগন্ধী ধান চাষ প্রসারে উদ্যোগী রাজ্য কৃষি দপ্তর। (March)

★ রাজ্য সরকারের আলোশ্রী প্রকল্প ; সরকারি অফিসের ছাদে বসছে সোলার প্যানেল। (March)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (এপ্রিল, ২০১৭):

★ ঝাড়গ্রামকে পশ্চিমবঙ্গের ২২ তম জেলা হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (April)

★ পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের ২৩ তম জেলা হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (April)

★ মুকুটমণিপুরের উন্নয়নে ‘মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ’ গঠন করল রাজ্য পুর ও নগরোয়ন্ন দপ্তর। (April)

★ বর্ধমানে মিষ্টি হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (April)

★ বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হল ‘জৈব কৃষি মেলা’। (April)

★ রাজ্যের একশৃঙ্গ গন্ডারের জন্য নতুন ২ টি পার্ক গড়ছে রাজ্য বন দপ্তর। (April)

★ দেশের বৃহত্তম কয়লা খনি বীরভূমের দেউচা-পাঁচামি খনি থেকে কয়লা তোলার প্রকল্পটি একাই রূপায়ণ করার দায়িত্ব পেল পশ্চিমবঙ্গ। (April)

★ দেশের মধ্যে কৃষিজ পণ্য উৎপাদনে প্রথম স্থান অৰ্জন করল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের কৃষি কর্মন পুরস্কার পেল রাজ্য। এই নিয়ে পাঁচবার পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। (April)

★গঙ্গা বক্ষে হলদিয়া থেকে ফারাক্কা পর্যন্ত চালু হবে ওয়াটার ট্যাক্সি, জানাল রাজ্য। (April)

★ সুবর্নরেখা নদীর বাঁধের ঢালে চা বাগান তৈরি করছে ঝাড়গ্রাম জেলা। (April)

★ নেপাল, ভুটানে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বাংলা। (April)

★ বাঁকুড়ার রাইপুরে কাঁসাই নদীর ওপর সবুজ দ্বীপকে ইকো ট্যুরিজম হটস্পট করার পরিকল্পনা নিল রাজ্য পর্যটন দপ্তর। (April)

★ বাংলার সুগন্ধী কালো চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানির পথে। (April)

★ নদীয়ার ফুলিয়াতে তৈরি হবে রাজ্যের প্রথম ধান মিউজিয়াম, ঘোষনা করল রাজ্য সরকার। (April)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (মে, ২০১৭):

★ একমাত্র ভারতীয় পার্ক হিসেবে World Urban Park এর তকমা পেল কোলকাতার নিউটাউনের প্রকৃতি তীর্থ বা ইকো পার্ক। (May)

★ সবুজ রক্ষনাবেক্ষনে ডিজিটাল ব্যবস্থা চালু হতে চলেছে রাজ্যে। (May)

★ দীঘা উপকূলে ক্রমহ্রাসমান ঝাউবন সংরক্ষনে নতুন ঝাউবন তৈরির পরিকল্পনা নিল দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। (May)

★ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গড়ে তোলা হবে রাজ্যের প্রথম স্বচ্ছ ও সবুজ বিদ্যুৎ প্রকল্প। (May)

★ দার্জিলিং এ Rainwater Harvesting Project গড়তে উদ্যোগী রাজ্য। (May)

★ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফলচাষের প্রকল্প নিচ্ছে রাজ্য সরকার। (May)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (জুন, ২০১৭):

★ হুগলির শ্রীরামপুরে শীঘ্রই সিল্ক হাব তৈরি করা হবে, জানাল রাজ্য সরকার। (June)

★ হুগলির চন্দননগরে তৈরি হবে লাইট হাব, জানাল রাজ্য সরকার। (June)

★ রাজ্যে ২০১৬-১৭ সালের শিল্পোৎপাদন সূচক বৃদ্ধি পেয়ে ৬.৬% হয়েছে। General Industrial Production বৃদ্ধি পেয়ে ৬.৯৭% হয়েছে। (June)

★ টাইগার হিলে পর্যটন হাব গড়বে রাজ্য, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (June)

★ মিলন মেলায় ‘আম উৎসব’ এর সূচনা হল। (June)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (জুলাই, ২০১৭):

★ সারা দেশে ন্যূনতম সদ্যোজাত শিশু মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ ; মৃত্যহার ২৬/১০০০। (July)

★ সুন্দরবন সহ রাজ্যের বিচ্ছিন্ন জনপদ নদীদ্বীপ গুলিতে সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা করবে রাজ্য, জানাল রাজ্য বিদ্যুৎ দপ্তর। (July)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (আগষ্ট,২০১৭):

★ বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বনের নির্দেশিকা দিল রাজ্য সরকার। (August)

★ পূর্ব মেদিনীপুরের ময়নাতে রাজ্যের বৃহত্তম ফিশারি হাব গড়ে তোলা হচ্ছে। (August)

★ কৃষকদের জন্য ‘মাটির কথা’ মোবাইল অ্যাপস চালু করল রাজ্য সরকার। (August)

★ সুন্দরবন অঞ্চলের মহিলাদের স্বনির্ভর করে তুলতে ‘সুন্দরিনী’ প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার। (August)

★ সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরও পাঁচটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে। (August)

★ GI স্বীকৃতি পেল বর্ধমানের গোবিন্দভোগ ধান। (August)

★ ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি পেল পশ্চিমবঙ্গে। ২০১৬-১৭ সালে ডাল ও তৈলবীজ উৎপাদন হয়েছে যথাক্রমে ৩.৩৬ ও ৯.১২ লক্ষ মেট্রিক টন। (August)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (সেপ্টেম্বর, ২০১৭):

★ রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে আলফানসো আমচাষ প্রকল্প। (September)

★ মাছ রপ্তানির উন্নতিতে দীঘাতে হিমঘর তৈরি করবে রাজ্য সরকার। (September)

★ পরিবেশ নিয়ে নাগরিক সচেতনতা বাড়িয়ে তুলতে বই প্রকাশ করল রাজ্য পরিবেশ দপ্তর। কলকাতা পুরসভায় ‘পরিবেশের তরে সকলে আমরা’ বইটি প্রকাশ করেন পরিবেশমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক। (September)

★ রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখার সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। (September)

★ মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র (MARC) খুব শীঘ্রই গড়ে তোলা হবে দীঘাতে। (September)

★ পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপস। (September)

★ গাছ লাগাতে ও দত্তক নিতে ‘তরু মিত্র’ প্রকল্প চালু করল রাজ্য। (September)

★ রাজ্য বন দপ্তরের উদ্যোগে আগামী নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাঘ ও অন্যান্য প্রাণীর গণনা শুরু করা হবে। (September)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (অক্টোবর, ২০১৭):

★ গঙ্গায় ২টি (শান্তিপুর-কালনা & বজবজ-ফুলেশ্বর) এবং অজয় নদে ১টি (কেন্দুলি) সেতু তৈরি করবে রাজ্য সরকার। (October)

★ জাপানে রপ্তানির পথে বাংলার লঙ্কা, জানাল কৃষি বিপণন দপ্তর। (October)

★ পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি এর সহযোগিতায় এবার রাজ্যে তৈরী হবে ভাইরাস গবেষণা কেন্দ্র ; জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (October)

★ মানুষ-হাতি সংঘাত এড়াতে রাজ্য বন দপ্তর অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত চারটি ট্রাক — ‘ঐরাবত’ চালানো শুরু করল উত্তরবঙ্গে। (October)

★ উত্তরবঙ্গের খয়েরবাড়িতে লেপার্ড সাফারি পার্ক তৈরি করবে রাজ্য বন দপ্তর। (October)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (নভেম্বর, ২০১৭):

★ রূপান্তরকামী (Transgender) দের সুমারি ও ভোটার কার্ড প্রদান করবে রাজ্য। (November)

★ তিস্তা ক্যানালে ১০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল রাজ্য। (November)

★ বাংলায় অন্তর্দেশীয় মৎস্যচাষকে আরও উন্নত করতে রোডম্যাপ তৈরী করছে রাজ্য সরকার। (November)

★ রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কিছু জেলায় জীবিকা উন্নতির জন্য ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে। (November)

★ ‘আইপিপিএআই পাওয়ার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২টি পুরস্কার পেল রাজ্য বিদ্যুৎ পর্ষদ।
রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থাটি ‘ইউটিলিটি অ্যাচিভিং ইলেক্ট্রিফিকেশন অফ আন-ইলেক্ট্রিফায়েড হাউসহোল্ডস’ ও ‘ইনোভেশন’ বিভাগে সেরার শিরোপা জিতে নেয়।
‘ইনোভেশন’ বিভাগে ‘ইনোভেশন ইন এনার্জি স্টোরেজ থ্রু হাইড্রো স্টোরেজ’ প্রকল্পের জন্য সেরার শিরোপা পায় বিদ্যুৎ পর্ষদ। ১.৭৮কোটি গ্রাহককে ২৪X৭ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যোগান দেওয়ার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। (November)

★ রাজ্য সরকারের উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য উদ্যোগপতিরা জমির বুকিং করতে পারবেন অনলাইনে। ‘ইস অফ ডুইং বিজনেস’ প্রকল্পের আওতায় এই আবেদন করতে পারবেন। (November)

★ রাজ্যের প্রথম ফসিল পার্ক তৈরি হচ্ছে বীরভূমের ইলামবাজারে। (November)

★ জলপথ পরিবহণ উন্নয়নে নতুন ৮টি রোল-অন-রোল-অফ (রোরো) পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। এগুলি হল — বর্ধমানের বালিয়া -মুর্শিদাবাদের লালগোলা,
বর্ধমানের কাটোয়া – নদিয়ার বল্লভপাড়া, হুগলির গুন্তিপাড়া -নদিয়ার শান্তিপুর, হুগলির বলাগড় -নদিয়ার পায়রাডাঙা, হুগলির চন্দননগর -উত্তর ২৪ পরগনার জগদ্দল, হাওড়ার বাউড়িয়া -দক্ষিণ ২৪ পরগনার বজবজ, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম -হলদিয়া, এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ-কচুবেড়িয়া। (November)

★ পাহাড়ে রিম্বিক, নাগরাকাটা, রগনু, মিরিক প্রভৃতি স্থানে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা নিচ্ছে রাজ্য। (November)

★ রাজ্য জুড়ে প্রথম রাজ্য-পশু বাঘরোল সমীক্ষা শুরু হল। (November)

★ উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রনে মাস্টার প্ল্যান গ্রহণ করছে রাজ্য। (November)

★ রাজ্যে ডিমের উৎপাদন বাড়াতে কল্যানী ও বাঁকুড়ার বড়জোড়াতে ৬০ কোটি ব্যয়ে দুটি খামার গড়ছে রাজ্য। (November)

★ সুন্দরবনকে শীঘ্রই জেলা ঘোষণা করা হবে, গোসাবাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (November)

পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স (ডিসেম্বর, ২০১৭):

★ বসিরহাটকে শীঘ্রই জেলা ঘোষণা করা হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। (December)

★ বাঁকুড়ার জয়পুর মেলা উপলক্ষ্যে দঃ বঙ্গে শুরু হল হাতি সাফারি। (December)

★ গরুমারা জাতীয় উদ্যানে শুরু দেশের প্রথম বন্যপ্রাণ সাথী প্রকল্প ; সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার। (December)

★ হলদিয়াতে শুরু হচ্ছে কেরালার অতি প্রিয় কারিমীন মাছের চাষ। (December)

★ কালোনুনিয়া ও রাঁধুনিপাগল চালের জন্য জিআই তকমা চাইতে উদ্যোগী রাজ্য সরকার। (December)

★ সুন্দরবনে ম্যানগ্রোভ বনসৃজনে বিগত ৪ বছরে ৭২২১ বিঘা জমিতে নতুন বনসৃজন, সৌজন্যে রাজ্য সরকার। (December)

★ পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে রাজ্য সরকারের ঊষরমুক্তি প্রকল্প চালু হল। (December)

★ সুন্দরবনের বন্যপ্রাণ, ঐতিহ্যপূর্ণ বাদাবনকে সুরক্ষাবলয়ের মধ্যে রেখে তার বাইরের দ্বীপাঞ্চল, সমুদ্র সৈকতকে সাজিয়ে বিশ্বমানের পর্যটন গড়ে তুলতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। (December)

★ রাজ্য বন দপ্তরের সৌজন্যে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ পেতে চলেছে আরও ১২টি রয়েল বেঙ্গল টাইগার। এই ১২টি বাঘ আসবে অসমের জঙ্গল থেকে। (December)

★ ১০০ দিনের কাজের প্রকল্পে বাঁকুড়ায় বিরাবতী নদীকে পুনরুজ্জীবিত করবে রাজ্য সরকার। (December)

★ ধান আরও বেশি দিন সংরক্ষণে রাজ্যে হবে ৫ আধুনিক ‘সাইলো’ ; জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী। (December)

★ কোচবিহার জেলার চকচকা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ২৫টি নতুন এমএসএমই ইউনিট গড়ছে রাজ্য সরকার। (December)

★ দীঘা, তাজপুর, মন্দারমণি ও শংকরপুরে আয়োজিত হল বাংলার সৈকত উৎসব। (December)

★ হারানো প্রজাতির ধানচাষ ফিরিয়ে সুন্দরবনের দ্বীপে সবুজ বিপ্লব। (December)

★ কোমল ধানের মধ্যে এ রাজ্যে অঘনী বোড়া এবং মাগুরি নামে দুটি প্রজাতির চাষ হচ্ছে ; সৌজন্যে রাজ্য সরকার। (December)

★ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ছৌ মুখোশ মেলা ; উৎসাহী পর্যটকমহল। (December)

★ প্রথম অসামরিক বাঙালি হিসেবে সপ্তম শৃঙ্গ জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত। (December)

  • পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৭ (West Bengal Current Affairs 2017): Download PDF
  • “ফিরে দেখা ২০১৭ঃ বিশ্ব” (World Current Affairs 2017): Download PDF

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। পরবর্তী পর্বে  আরও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

লেখকঃ অরিজিৎ সিংহ মহাপাত্র (সহযোগী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)
কপিরাইটঃ ©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত