ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৭

”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. National Food Security Act কবে পাস হয় ?
উঃ) 2013 সালে।

2. কোন সময়কালে ভারতে স্থির জনসংখ্যা দশা পরিলক্ষিত হয় ?
উঃ) 1891-1921 সময় কালে।

3. জাতীয় জনসংখ্যা কমিশন কবে গঠিত হয় ?
উঃ) 2000 সালের 11 ই মে।

4. 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত ?
উঃ) 950 জন।

5. পশ্চিম উপকূলীয় সমভূমি কয়টি অংশে বিভক্ত ?
উঃ) সাতটি।

6. কারাকোরাম গিরিপথ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) জম্মু কাশ্মীর রাজ্যে।

7. কারেওয়া কোন উপত্যকায় অবস্থিত ?
উঃ) কাশ্মীর উপত্যকায়।

8. দোহার জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) হিমাচল প্রদেশ।

9. সোনালী চতুর্ভুজ পরিকল্পনা কবে গৃহীত হয় ?
উঃ) 1999 সালের 2 রা জানুয়ারী।

10. ভারতকে প্রধান কয়টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়েছে ?
উঃ) 12 টি।

আরও দেখুন “চালু হচ্ছে চার বছরের Integrated B.Ed Course ।। অন্যান্য প্রশিক্ষণ কোর্স বন্ধ হতে চলেছে”

11. ভারতে পেট্রোক্যামিকেল শিল্পের বার্ষিক বৃদ্ধির হার কত ?
উঃ) 12-15%।

12. গঙ্গা অ্যাকশন প্ল্যান এ কয়টি কর্মসূচী গৃহীত হয় ?
উঃ) চারটি।

13. কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ) কলকাতায়।

14. ভারতে বছরে সংঘটিত বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উঃ) 4000 ঘন কিঃমিঃ।

15. ভারতে প্রতিবছর আনুমানিক কত পরিমাণ Ewast তৈরী হয়?
উঃ) দেড় লক্ষ টন।

16. ভারতের কোন রাজ্যে কৃষি বনায়ন অধিক প্রচলিত ?
উঃ) উত্তর প্রদেশ।

17. ভারতীয় শ্বেত বিপ্লবের জনক কে ?
উঃ) ভার্গীস ক্যুরিয়ন।

18. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখো ?
উঃ) পেরাম্বুর।

19. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখো ?
উঃ) হিমাচল প্রদেশ।

20. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩”

Mission Indian Railway 2018
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ ।

Buy Now

‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে।  তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।

“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত